পেকুয়ায় জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্টা বার্ষিকী পালন

পেকুয়ায় জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্টা বার্ষিকী পালন 1নিজস্ব প্রতিনিধি, পেকুয়া : জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ৪৮তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১২অক্টোবর) বিকালে পেকুয়া চৌমহুনীস্থ উপজেলা শ্রমিকলীগের কার্যালয়ে প্রতিষ্টা বার্ষিকী পালন হয়।

সংগঠনের পেকুয়া উপজেলা শাখার আহ্বায়ক নুরুল আবছারের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য লায়ন কমর উদ্দিন আহমদ, জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্যে বিষয়ক সম্পদক খালিদ মহামুদ মিথুন, জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য ও বরইতলির সাবেক চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী, জেলা আ’লীগের সদস্য এস.এম গিয়াস উদ্দিন, জেলা পরিষদ সদস্য উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ও টইটং ইউপি’র সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ বিএ, আ’লীগ নেতা কামাল হোসেন এম.কম, আ’লীগ নেতা জাহাঙ্গীর সত্তার, মাষ্টার হানিফ চৌধুরী, কক্সবাজার জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য শাহাদত হোসেন, পেকুয়া উপজেলা তাঁতীলীগ আহ্বায়ক জায়েদ মোর্শেদ, উপজেলা সৈনিকলীগ সম্পাদক মো: ফারুক, উপজেলা ছাত্রলীগের সি:যুগ্ন-সম্পাদক ওসমাণ সরওয়ার বাপ্পি, পেকুয়া কলেজ ছাত্রলীগ সম্পাদক ফারুক আজাদ, উজানটিয়া ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গিয়াস উদ্দিন, সদর শ্রমিকলীগ সদস্য সচিব জিয়াবুল করিম, টইটং সদস্য সচিব শাহাদত হোসেন, মগনামা সম্পাদক বদিউল আলম।

এসময় বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের অধিকার আদায়ের জন্য জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্টা করেছিলেন। প্রতিষ্টালগ্ন থেকে অদ্যবধি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে শ্রমিকেরা সবচেয়ে নিরাপদ বোধ করেন। তার সুযোগ্য নেতৃত্বে আজ বিশ্বের দরবারে বাংলাদেশ একটি আলোচিত নাম। মুসলিম রোহিঙ্গাদের তাৎক্ষনিক আশ্রয় দিয়ে নজির সৃষ্টি করেছেন। যার কারণে তাকে মাদার অফ হিউমিনিটি উপাধি দেওয়া হয়েছে। বর্তমানে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্ধনে জাতিসংঘে বলিষ্ট ভুমিকা রেখেছেন। এ ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পেকুয়া উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে। আর ভঙ্গুর পেকুয়া উপজেলা আ’লীগকে ইনশাল্লাহ শক্তিশালী রূপে গঠন করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আ’লীগ নেতা সলিমুল্লাহ বাহাদুর, পেকুয়া উপজেলা যুবলীগ সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য শফিউল আলম, সহ-সম্পাদক জাফর আলম, পেকুয়া উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহ্বায়ক নেজাম উদ্দিন, আ’লীগ নেতা হুমাইন কবির, উপজেলা শ্রমিকলীগ নেতা রবিউল আলম, আবদুল জব্বার, ছৈয়দুল আলম, জামাল উদ্দিন, সদর সভাপতি মো: হামিদ, শীলখালীর আহ্বায়ক মো: ফারুক, সদর যুগ্ন-আহ্বায়ক মো: হেলাল, শ্রমিকলীগ নেতা মনুসহ উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!