পেকুয়ায় চিংড়িঘেরের বাঁধ কেটে মাছ লুট

কক্সবাজারের পেকুয়ায় বাঁধ কেটে চিংড়ি ঘের থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ লুট করার অভিযোগ উঠেছে।

শনিবার (২০এপ্রিল) দিবাগত রাতে পেকুয়া সদর ইউনিয়নের বিলহাচুরা এলাকায় এ ঘটনা ঘটে। চিংড়ি ঘেরটির মালিক সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন।

মমতাজ উদ্দিনের স্ত্রী জয়নাজ বেগম বলেন, শনিবার রাত ১টার দিকে জালাল, শাহাব উদ্দিন, আলমগির, মোজাম্মেল, জাহাঙ্গীর, রুবেল ও রাশেদসহ ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে চিংড়ি ঘেরের নিরাপত্তা কর্মীদের ধাওয়া দেয়। পরে তারা বাঁধ কেটে মাছ লুট করে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউর ইসলাম বলেন, অবৈধ অস্ত্রধারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!