পেকুয়ায় কেপিএলের ফাইনালে ড্রাগন ক্রিকেট্স চ্যাম্পিয়ন

পেকুয়ায় কেপিএলের ফাইনালে ড্রাগন ক্রিকেট্স চ্যাম্পিয়ন 1মুকুল কান্তি দাশ, চকরিয়া : পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া প্রিমিয়ার লীগের (কেপিএল) ফাইনাল খেলায় ‘ড্রাগন ক্রিকেট্স’ চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। শুক্রবার ২৭ জানুয়ারি কাছারীমোড়া মাঠে একমাসের আয়োজন শেষে স্বপ্নের এ ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় সুপার সিক্সার্স ও ড্রাগন ক্রিকেট্স। প্রথমে ব্যাট করতে নেমে ড্রাগন ক্রিকেট্স এর খেলোয়াড় মো. মোরশেদ ও নাঈম একের পর এক ছক্কা ও চার হাঁকিয়ে ৩ ওভারে ৪৫ রান সংগ্রহ করে। এ সময় দর্শকদের করতালিতে মুখরিত হয়ে উঠে পুরো খেলার মাঠ। ব্যক্তিগত ৩৫ রান সংগ্রহ করে মোরশেদ আউট হয়ে গেলে ড্রাগন ক্রিকেট্স শিবিরে হতাশা দেখা দেয়। শেষ বল পর্যন্ত খেলে দলটি ৫ উইকেটে ১১৩ রান সংগ্রহ করে। অপরদিকে সুপার সিক্সার্স ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বিতর্কিত কটে কাইয়ূম আউট হয়ে গেলে পরে একে একে পাঁচটি উইকেট পড়ে যায়। শেষ বল পর্যন্ত তারা ৮ উইকেটে ৮৭ রান সংগ্রহ করতেই ওভার শেষ হয়ে যায়।

খেলায় ম্যান অব দা ফাইনাল ও ম্যান অব দা টূর্ণামেন্ট নির্বাচিত হন ড্রাগন ক্রিকেট্স এর মো. মোরশেদ। তাকে একটি বাইসাইকেল উপহার দেয়া হয়। খেলায় সেরা ব্যাটসম্যান হন সুপার সিক্সার্স মো. মোস্তাকিম, সেরা ফিল্ডার হন একই দলের মোহাম্মদ জুনাইদ, সর্বোচ্চ ছক্কার কৃতিত্ব পায় ম্যাগপাই বয়েজের মো. ওসমান, সেরা বোলার হন একই দলের রাজিব। উদীয়মান ক্রিকেটার হিসেবে ঘোষণা করা হয় ইলেভেন ব্লাস্টার্সের মো. শাওন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। কাছারীমোড়ার মতো অঁজপাড়া গাঁয়ে কেপিএল ক্রিকেট টুর্ণামেন্টটির আয়োজক সংস্থা শিলখালী নবতরুণ সংঘ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, কেপিএলের প্রধান উপদেষ্ঠা ও প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, শিলখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সিদ্দিক রনি, সাবেক এমইউপি জাহেরুল ইসলাম জাহেদ, মাতামুহুরী আদর্শ শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি আহমদ রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেপিএল পরিচালনা কমিটির সভাপতি শাহেদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কেপিএল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম জিসাদ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!