পেকুয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা

পেকুয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা 1নিজস্ব প্রতিনিধি, পেকুয়া : পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম প্রকাশ বনরাজা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮জুলাই) দিনগত রাত দেড়টার দিকে একই ইউনিয়নের পাহাড়িয়া খালী এলাকায় ইউপি সদস্যের শাশুর বাড়ীতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জাহাঙ্গীর আলম একই বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়া খালী এলাকার জাফর আলমের ছেলে ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য। আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের স্ত্রী নয়ন মনি বলেন, গত দুইদিন আগে আমার স্বামীসহ বাপের বাড়ীতে বেড়াতে আসি। গতকাল রাতে পুলিশ পরিচয়ে ১০-১২জন লোক এসে ঘরের দরজা খুলতে বলে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মনেকরে আমার পরিবারের এক সদস্য দরজা খুলে দিলে পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার স্বামীকে কুপিয়ে গুরুত্বর জখম করে। এসময় দুর্বৃত্তের মারধরে পরিবারের আরো চার সদস্যও আহত হয়েছে। আহতরা হলেন, ইউপি সদস্যের শ্বশুর শাহাব উদ্দীন, তার ছেলে সেকাব উদ্দীন, মেয়ে রুবি আক্তার, বেবি আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য নুরুল আবছারের সঙ্গে জাহাঙ্গীরের পাহাড়ি জমি দখল-বেদখল নিয়ে বিরোধ চলছে। এবিরোধে জের ধরে আবছারের নেতৃত্বে জাহাঙ্গীরকে হত্যার চেষ্টা করা হয়। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!