পাচারের চেষ্টাকালে সেন্টমার্টিনে ১৭ রোহিঙ্গাসহ ৫ দালাল আটক

টেকনাফের সেন্টমার্টিন উপকূলীয় ঘাট দিয়ে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৭ রোহিঙ্গা নারী পুরুষদের আটক করে কোস্টগার্ড। শনিবার (১৮ মে) ভোররাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। রোহিঙ্গাদের মাঝে অধিকাংশই নারী ও শিশু।

এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ দালালকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড। শনিবার সেন্টমার্টিনের বঙ্গোপসাগর তীর থেকে বোটের জন্য অপেক্ষমাণ অবস্থায় তাদের আটক করা হয়।

সংবাদের সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. ফয়েজুল ইসলাম মন্ডল জানান, গভীর রাতে ৭ নারী ও ১০ পুরুষ মালয়েশিয়া পাড়ি জমানোর জন্য সাগর তীরে অপেক্ষা করছিল। এ সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ সময় পাচারে জড়িত থাকায় পাঁচ দালালকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড। আটককৃত দালালরা কতুবদিয়া, মহেশখালী এবং রামু এলাকার বাসিন্দা।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান লে. ফয়জুল।

এস.আর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!