নির্যাতিত রোহিঙ্গাদের পাশে থাকার আহবান মানবাধিকার নেত্রী মুন্নীর

নির্যাতিত রোহিঙ্গাদের পাশে থাকার আহবান মানবাধিকার নেত্রী মুন্নীর 1গিয়াস উদ্দিন ভুলু , টেকনাফ : রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা নিযাতিত অসহায় রোহিঙ্গাদের দলবত নির্বিশেষে সবাইকে সাহায্য সহযোগিতা নিয়ে পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন রাম, উখিয়া টেকনাফ আঞ্চলিক কমিটির সভাপতি মনোয়ার বেগম মুন্নী। কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার টেকনাফ উপজেলা নিজস্ব প্রতিনিধির সাথে আলাপকালে তিনি বলেন, মানবাধিকার হচ্ছে অসহায় ও নিযাতিত-নিপিড়িত সাধারণ মানুষের অধিকার আদায়ের একটি সংঘঠন। আমরা যদি এই অসহায় রোহিঙ্গাদের বিপদে পাশে না দাড়াঁলে জাতির কাছে আমরা প্রশ্ন বিদ্ধ হব। বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রসংশা করে তিনি আরো বলেন, রামু-উখিয়া-টেকনাফ উপজেলার মধ্যে মানবাধিকার কমিশন নির্যাতিত ও অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছে আশা রাখি আগামীতেও আমাদের সদস্যরা তাদের এই মহতি উদ্যোগ অব্যাহত রাখবেন। আমরা হচ্ছি মানবতাবাদী। সব সময় মানব সেবা করে আমাদের নিজেকে অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিতে হবে। আমরা নিজে সততার সাথে দায়িত্ব পালন করব যাতে আমাদের দ্বারা কারো মানবাধিকার লংঘন না হয়। মানুষের কল্যাণে কাজ করাই মানবাধিকার কমিশনের মূল লক্ষ্য। তার পাশাপাশি টেকনাফ উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ সুশীল সমাজসহ দলবত নির্বিশেষে সবাইকে নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাড়ানোর আহবান জান্ইা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!