টেকনাফে গৃহবধূর ওপর হামলা, বসতবাড়ি ভাংচুর

কক্সবাজারের টেকনাফে পুর্ব শত্রুতার জেরে এক প্রবাসীর স্ত্রীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ মে) সকাল ১০ টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পূর্ব সাতঘরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূর নাম রাজিয়া আক্তার(২৫)। সে প্রবাসী হোসেন আহমদের স্ত্রী। আহত অবস্থায় তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন রাজিয়া আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজিয়া বেগম গত বছর বাড়ি তৈরি করার পর থেকে এলাকার কতিপয় ব্যক্তির রোষানলে পড়েন। নানাভাবে তাকে হয়রানি করা হতো। বুধবার সকালে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে গৃহবধূ রাজিয়াকে লাঠিসোটা দিয়ে গুরুতরভাবে জখম করে। এ সময় তারা বসতবাড়িও ভাংচুর করে।

অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে টেকনাফ থানা পুলিশ।

পুলিশে অভিযোগ করায় আমির হোসেন বৈদ্যের ছেলে আলী আহম্মদ ও তার ছেলে সৈয়দ হোসেন, জামাল হোসেন, এবং নুর হোসেন গৃহবধূ রাজিয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন গৃহবধূ রাজিয়া আক্তার।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এএসআই অহিদ উল্লাহ জানান, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের পাওয়া যায়নি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!