উন্মোক্ত করা হল কর্ণফুলী সংলগ্ন মেরিনার্স রোড

উন্মোক্ত করা হল কর্ণফুলী সংলগ্ন মেরিনার্স রোড 1

বিশেষ প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ চট্টগ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে কর্ণফুলী সংলগ্ন মেরিনার্স রোডটি খুলে দিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গাড়িতে চড়ে সড়কটির উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত চার সেতুসহ সম্প্রসারিত মেরিনার্স রোড সর্বসাধারণের উন্মুক্তকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্প্রসারিত মেরিনার্স রোড দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াত সহজ করার পাশাপাশি নগরীর যানজট নিরসনে ভূমিকা রাখবে বলে মন্তব্য করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মেরিনার্স রোড দক্ষিণ চট্টগ্রামের যাতায়াত সহজ করবে। নগরীর যানজট নিরসনে ভূমিকা রাখবে। সদরঘাটের সঙ্গে সংযুক্ত করবো সড়কটি। বর্ষার সময় বার বার মেরামত করা হয়েছে। যাতে দুর্ভোগ সহনীয় পর্যায়ে রাখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, লুৎফুন্নেসা দোভাষ বেবী, চসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, মিডওয়াইফারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোছাম্মৎ দিল আফরোজ খানম, জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ডা. মো. নুরুল আমিন, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহমান প্রমুখ।

চসিক সূত্রে জানা যায়, সিটি গভর্নেন্স প্রকল্পের অধীনে জাইকার অর্থায়নে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে মেরিনার্স সড়ক ও চারটি ব্রিজ নির্মাণ করছে চসিক। এর মধ্যে ফিরিঙ্গীবাজার থেকে চাকতাই খাল মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার মেরিনার্স রোড দুই লেনে উন্নীত করছে চসিক। এর আগে এই সড়কটি ছিল এক লেনের। এতে খরচ হচ্ছে প্রায় সাড়ে ছয় কোটি টাকা। চারটি ব্রিজ নির্মাণে প্রকল্পের বাকি টাকা ব্যয় হবে। সম্পূর্ণ সড়কটির নির্মাণকাজ শেষ হতে আরো প্রায় এক মাস লাগবে। এছাড়াও ফিশারিঘাট অংশে রাস্তাটি এখনো যান চলাচলের অনুপযোগী। তবে আসন্ন ঈদুল আজহায় দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার নাগরিকদের যাতায়াতের সুবিধার্থে মেরিনার্স রোডটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে।

চসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, চারটি ব্রিজের মধ্যে ইতোমধ্যে তিনটি ব্রিজের নির্মাণকাজ শেষ হয়েছে। চাকতাই খালের মুখে বাকি একটি ব্রিজের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। আগের এক লেন এবং নতুন এক লেন মিলে মেরিনার্স রোডের প্রস্থ হবে প্রায় ৭০ ফিট ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!