চকরিয়ায় যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

চকরিয়ায় যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত 1মুকুল কান্তি দাশ,চকরিয়া: ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কক্সবাজারের চকরিয়াতে যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

বুধবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে দিবসটির সুচনা হয়। পরে মহিলা বিষয়ক অধিদপ্তর, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র আয়োজনে উপজেলা পরিষদ মোহনায় এক আলোচনাসভা, বিতর্ক ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ নারী উন্নয়নে বিশ্বে খ্যাতি অর্জন করেছে। নারী উন্নয়নে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করছে। স্বীকৃতি স্বরুপ এমডিজি পুরস্কার ২০১০, সাউথ-সাউথ আ্যাওয়ার্ড ২০১১, ইউনেস্কোর পিস ট্রি অ্যাওয়ার্ড ২০১৪, জাতিসংঘের চ্যাম্পিয় অব দ্যা আর্থ পুরস্কারসহ নানাভাবে সাফাল্য অর্জন করে চলেছে।
তারা আরো বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে নারী-পুরুষকে একসাথে কাজ করতে হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় চকরিয়া উপজেলা শাখার কর্মকর্তা মোছামৎ হাবীবা জাহানের তত্বাবধানে অনুষ্ঠিত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সাফিয়া বেগম চম্পা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশিদুল আলম চৌধুরী, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম চৌধুরী, টিআইবি চকরিয়ার এরিয়া ম্যানেজার জসিম উদ্দিন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জহিরুল ইসলাম খানসহ প্রমুখ।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিষ্টান, বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বিতর্ক ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ী নারী শিক্ষার্থীদের হাতে সনদ ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!