চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 1মুকুল কান্তি দাশ,চকরিয়া: ‘মৎস্য চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ পালিত হয়েছে।

 

বুধবার সকাল ১১টায় চকরিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার পরিষদের ‘মোহনা” মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো‏হাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ইলিয়াছ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সাফিয়া বেগম চম্পা, ভাইস-চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.দিদারুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর, কেন্দ্রীয় মৎস্যজীবি সমিতির নারী নেত্রী আনার কলি জলদাসসহ প্রমুখ। পরে অতিথিরা উপজেলা পরিষদের পুকুর মাছ অবমুক্ত করেন।
এসময় উপজেলার বিভিন্ন মৎস্যজীবি সংগঠনের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!