চকরিয়ায় কাব ক্যাম্পুরীর উদ্বোধন

চকরিয়ায় কাব ক্যাম্পুরীর উদ্বোধন 1মুকুল কান্তি দাশ,চকরিয়া : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কক্সবাজারের চকরিয়ায় ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন হয়েছে। উপজেলা কমিউনিটি সেন্টার মাঠে ১০৪টি প্রাথমিক বিদ্যালয়ের অংশ গ্রহণের মধ্য দিয়ে চারদিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আয়োজন করেন বাংলাদেশ স্কাউটস চকরিয়া উপজেলা শাখা। রবিবার (১২ ফেব্রুয়ারী ) বিকাল ৪টায় এর উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মো.খোরশিদুল আলম চৌধুরী, চকরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ এ.কে.এম গিয়াস উদ্দিন, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরী, চিরিংগা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিনসহ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম জানান, উপজেলার ১০৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিম লিডারসহ প্রতিটি টিমে ৭জন করে ৭২৮ জন কাব সদস্য ক্যাম্পুরীতে অংশ নিয়েছে। চারদিন ব্যাপী কাব ক্যাম্পুরী ১৫ ফেব্রুয়ারী শেষ হবে। এই আয়োজন উপলক্ষ্যে বের করা হয়েছে একটি স্মরণীকা।
উল্লেখ্য, আগে চারবার চকরিয়ায় কাব ক্যাম্পুরী হলেও সর্বোচ্চ ২৮টি বিদ্যালয় অংশ নিয়েছিল। এবার ১০৪টি বিদ্যালয় কাব ক্যাম্পুরীতে অংশ নেয়ায় পুরো উপজেলার ৫ লক্ষাধিক মানুষের নজর কেড়েছে এবারের আয়োজনে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!