চকরিয়ায় ১৬ দিন ধরে বিদ্যুৎ বিহীন চার গ্রাম

চকরিয়ায় ১৬ দিন ধরে বিদ্যুৎ বিহীন চার গ্রাম 1মুকুল কান্তি দাশ,চকরিয়া: কক্সবাজারের চকরিয়া পৌরসভা ও ফাঁশিয়াখালী ইউনিয়নের চার গ্রাম গত ১৬দিন ধরে বিদ্যুৎ বিহীন রয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছে পৌরসভার পশ্চিম দিগরপানখালী, ফাঁশিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী, উত্তর ঘুনিয়া ও দক্ষিণ ঘুনিয়া গ্রামের পিডিবির অন্তত এক হাজার গ্রাহক। সম্প্রতি চার দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় মাতামুহুরী নদীর বাঁধ ভেঙ্গে বিদ্যুতের ৪টি খুটি নদীতে পড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
ফাঁশিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী এলাকার বাসিন্দা মাস্টার সুনিল বরণ দাশ জানান, গত ১৬দিন ধরে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। স্কুল ও কলেজ পডুয়া শিক্ষার্থীদের পরীক্ষা চলছে। বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। অন্যদিকে ভ্যাপসা গরমের কারনে বৃদ্ধ ও শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। গরমের কারনে রাতে ঘুমানো যাচ্ছেনা।
একই এলাকার বেশ কয়েকজন ডিগ্রী পরীক্ষার্থী বলেন, বিদ্যুৎ নেই ১৬দিন ধরে। পরীক্ষাও চলছে। পড়া-লোখা করতে খুব কষ্ট হচ্ছে। পিডিবি’র লোকজনকে অনেক অনুরোধ করেছি বিদ্যুৎ সংযোগ চালু করার জন্য। তারা কথা রাখেনি।
চকরিয়া পিডিবির আবাসিক প্রকৌশলী ফয়জুল আলিম আলো বলেন, নদীতে বিলিন হওয়া খুটি উদ্ধারের পাশাপাশি বিকল্প পথে ফাঁশিয়াখালী ভেন্ডিবাজার এলাকা থেকে বিদ্যুতের নতুন খুটি পুতে বিদ্যুৎ লাইন সঞ্চালনের কাজ চলছে । আগামী কয়েকদিনের মধ্যে এসব এলাকায় বিদ্যুৎ দেয়া সম্ভব হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!