কুতুবদিয়া আইন শৃঙ্খলা কমিটির সভা

কুতুবদিয়া আইন শৃঙ্খলা কমিটির সভা 1কুতুবদিয়া প্রতিনিধি : কুতুবদিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা (২২ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) আবু হাসনাত মোঃ শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবদিয়া মহেশখালীর সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক (এমপি), কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান সৈয়দা মেহেরুন্নেসা, ওসির প্রতিনিধি এসআই বদিউল আলম, কোস্টগার্ড ইনচার্জ মশিউর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিউল আলম, উত্তর ধূরুং ইউপির চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, দক্ষিণ ধূরুং ইউপির চেয়ারম্যান ছৈয়দ আহামদ চৌধুরী, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোছাইন, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহামদ ও আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান নুরুচ্ছাফা বিকম, উপজেলা প্রকৌশলী মোঃ মহসীন, রেঞ্জ কর্মকর্তা অসিত কুমুর দাশ, খাদ্য কর্মকর্তা মোরশেদুল করিম সবুজ, মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী, প্রাথমিক অফিসার ওমর ফারুক, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে লিটন কুতুবী, বড়ঘোপ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামসহ সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
সভায় সাগরে জলদস্যুতা, জেলে অপহরণ পূর্বক মুক্তিপণ আদায়, ট্রলিতে অতিরিক্ত লবন পরিবহনে রাস্তা-ঘাট বিনষ্ট, প্যারাবন রক্ষা, বাল্যবিবাহ, পাসপোর্ট ভেরিফিকেশনে অতিরিক্ত ফি আদায়সহ নানা বিষয়ে আলোচনা হয়। সাগরে জলদস্যুর উপদ্রব হ্রাসের লক্ষে কোস্টগার্ডের টহল জোরদার করার জন্য অনুরোধ জানান আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!