কুতুবদিয়া উপকূলে লাইটার জাহাজ ডুবি, উদ্ধার-১২

কুতুবদিয়া উপকূলে লাইটার জাহাজ ডুবি, উদ্ধার-১২ 1সংবাদদাতা, কুতুবদিয়া : কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের পশ্চিম বঙ্গোপসাগরে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কুতুবদিয়া কোস্টগার্ড ষ্টেশন। এ ঘটনায় সাগরে ভাসতে থাকা জাহাজের বার জন নাবিককে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।

শুক্রবার ভোর রাতে কুতুবদিয়া থেকে আনুমানিক ৭ নটিক্যাল মাইল পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে বলে জানান কোস্টগার্ড কুতুবদিয়া ষ্টেশনের কন্টিজেন্ট কমান্ডার মোঃ সাইফুল আবছার। গম বোঝাই জাহাজটিতে ১২ নাবিক ছাড়া আর কোন নাবিক ছিলনা বলে উদ্ধার হওয়ারা প্রাথমিকভাবে জানিয়েছে। উদ্ধারকৃতরা হলেন নাজমুল হক, মিজানুর রহমান, আবদুর রাজ্জাক, বিল্লাল হোছাইন, আরিফুল ইসলাম, মোস্তায়িন, বজলুর রহমান, আলমগীর হোছাইন, আবদুল জব্বার, লাভলু, সোহেল মোল্লা ও ওসমান গণি।

বর্তমানে জাহাজটি কোস্টগার্ডের তত্ত্বাবধানে রয়েছে বলে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া নাবিকদের বেলা ১২টার দিকে কুতুবদিয়া কোস্টগার্ড ষ্টেশনে নিয়ে আসা হয়েছে বলে জানান কন্টিজেন্ট কমান্ডার সাইফুল আবছার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!