কক্সবাজার বিমান বন্দরকে শাহ আবদুল মালেক (রাঃ)-এর নামে নামকরণ দাবী

কক্সবাজার বিমান বন্দরকে শাহ আবদুল মালেক (রাঃ)-এর নামে নামকরণ দাবী 1কক্সবাজার বিমান বন্দরকে শাহ আবদুল মালেক (রাঃ)-এর নামে নামকরণ করার দাবী জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। শনিবার স্থানীয় হোটেল অষ্টার ইকো অডিটরিয়ামে আয়োজিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কক্সবাজার জেলা কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ দাবী জানান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে কুরআন-সুন্নাহর আলোকে একটি দুর্নীতি-সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলামিক ফ্রন্ট কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আসন্ন সংসদ নির্বাচনে মহোজোটের সাথে নির্বাচনে অংশ নেবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।
মাওলানা সোলতান উদ্দীন আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা শাহজাদা জিল¬ুল করিম আল-মালেকী ও প্রধান বক্তা চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের পর্যটন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ.এম.মাসুদুল ইসলাম মাসুদ।
এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট নেতা মাওলানা জিয়াউর রহমান, ফরিদুল আলম জালালী, মফিজ উদ্দিন, মাওলানা খায়ারুল বশর সিরাজী, অধ্যক্ষ আবু আনছার মোহাম্মদ শোয়েব আনচারী, মাওলানা ফরিদুল আলম জেহাদী, দেলোয়ার হোসেন দিলু, কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন, হাফেজ মোঃ বেলাল, আবু ছালেহ জঙ্গী, অলী আহমদ, মাওলানা মাহমুদুল করিম, রিয়াজ উদ্দীন বদরী, হাফেজ মোবারক, হাফেজ ছাইদুল হক, এম সাইফুল হক আজম, জেলা ছাত্রসেনার সভাপতি হাফেজ সৈয়দ মুহাম্মদ মনির উদ্দীন, ফখরুল ইসলাম, হাফেজ আবদুল লতিফ, মুহাম্মদ আলমগীর, সিদ্দিক আকবর মেহেরী প্রমুখ নেতৃবৃন্দ।
কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে এ.এম.মাসুদুল ইসলাম মাসুদকে সভাপতি, জিয়াউর রহমান জিয়া, মাওলানা সোলতান উদ্দীন, মাওলানা আজিজুল হক আল কাদেরী, আবু আনচার মুহাম্মদ শোয়াইব আনচারীকে সহ-সভাপতি, এম মফিজ উদ্দীন সাধারণ সম্পাদক, এম ফরিদুল আলম জালালী সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!