কক্সবাজারে শীতের আগমনী বার্তা! আসছে ঠিক সময়ে

এস এম আরোজ ফারুক, কক্সবাজার ॥
ঘাসের বুকে শিশির বিন্দু, কুয়াশাচ্ছন্ন ভোর, পথের ধারে ভাপা পিঠার আয়োজনই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বৃষ্টি বাদলের অলস দিন নেই, আকাশেও নেই গুরু গম্ভীর মেঘমালা। নীল আকাশের বুকে খন্ড খন্ড সাদা মেঘের দল। আবহাওয়ার গতি প্রকৃতিও যেন অনেকটাই নরম। বাতাসে শীতের আনাগোনা না থাকলেও অতটা তীক্ষ্ণ নয় রোদের খরতাপও। এমন প্রকৃতি যখন বাংলায়, তখন বুঝতে হবে এটি শীতেরই আগমনী বর্তা।

dsc_0029
গ্রামের দিকে বিকেলে আর শেষ রাতে অনুভূত হয় শীতল আমেজ। বর্ষা পেরিয়ে গেলেও বর্ষার ছোঁয়া নিয়ে এ সময় প্রকৃতি সাজে গাঢ় সবুজে। নীল আকাশ, শুভ্র কাঁশবন আর সবুজ সবুজ গাছগাছালিতে বাংলার গ্রামগুলো এখন সাদা কাগজে আঁকা ছবির মতই অনিন্দ্য সুন্দর।
সোমবার কার্তিক মাসের শেষ দিন। বাংলা পঞ্জিকা অনুসারে পৌষ মাস থেকে শীতের শুরু। তাই শীত পড়েনি এখনও। তবে বাতাসে হালকা হিমেল হাওয়াই বলে দিচ্ছে শীত আসন্ন।
কার্তিকে বাংলার মাঠে ঘাটে সবুজ ফলের বুকে প্রাণ আসে। পেকে যায় ধান। সোনালী প্রান্তরে বেড়ে যায় কৃষকের ব্যস্ততাও। কার্তিকের শেষ দিকে গ্রামের মাঠে মাঠে ধান কাটার ধুম পড়ে। ছড়িয়ে পড়ে নতুন ধানের মৌ মৌ গন্ধ। অগ্রহায়নে কাটা হবে সেই নতুন ধান। তবে এই মৌ মৌ গন্ধই আওয়াজ দিচ্ছে শীতের পদধ্বনির।
কক্সবাজারে ইতোমধ্যে শীতের আগমন লক্ষ করা যাচ্ছে। সন্ধ্যার পর হালকা হিমেল হাওয়া, ভোরে খন্ড খন্ড কুয়াশার আনাগোনা লক্ষ করা যাচ্ছে। আবার শহরের বিভিন্ন স্থানে পথের ধারে ভাপা পিঠার আয়োজনও চোখে পড়ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, কক্সবাজারে এবার শীত আসছে ঠিক সময়েই। গত কিছুদিন আগে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে সারা দেশে বৃষ্টি হয়েছে, তেমন কক্সবাজারেও বেশ ক’দিন বৃষ্টি হয়েছে তারই প্রভাবে এবারে ঠিক সময়ে শীত আসছে। ডিসেম্বর মাসের আগে নয়। অর্থাৎ, অগ্রহায়ণ পেরিয়ে পৌষ মাস এলেই নামবে কাঁপ ধরা শীত। এ সময় বাংলাদেশের ওপর দিয়ে বেশ কয়েকটি শৈত্য প্রবাহ বয়ে গেলেও কক্সবাজারে হাঁড় কাপা শীত পড়বে না।
শহরের রেজা প্লাজা শপিং কমপ্লেক্স এর মাহিন ফ্যাশনের সত্ত্বাধিকারী হাবিবুর রহমান বলেন, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, বগুড়া, রাজশাহীসহ উত্তর বঙ্গের বেশ কিছু অঞ্চলে ইতোমধ্যে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। সেদিক থেকে কক্সবাজারে শীতের প্রকপতা নেই বললেই চলে। তবে শীত আসছে বলা যায়। আর শীত আসার আগেই আমরা গরম কাপড় দোকানে তুলছি।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এ.কে.এম নাজমুল হক জানান, ডিসেম্বর মাসের শেষের দিকে দুই-একটি মৃদু অথবা শৈত্য প্রবাহের প্রভাবে জেঁকে বসতে পারে শীত। মৃদু শৈত্য প্রবাহে এবার কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এ ছাড়া মাঝারি শৈত্য প্রবাহ বয়ে গেলে আরও দু’এক ডিগ্রি সেলসিয়াস কমে আসার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত কক্সবাজারে প্রতিদিনের গড় তাপমাত্রা ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মতো রয়েছে অর্থাৎ আবহাওয়া স্বাভাবিক রয়েছে। তবে উত্তর বঙ্গের শীতের প্রভাব কিছুটা কক্সবাজারে পড়ার কারনে এখানে হালকা কুয়াশা ও মৃদু হাওয়া অনুভূত হচ্ছে।

 

এ এস / জি এম এম / রাজীব প্রিন্স ::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!