কক্সবাজারে দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

কক্সবাজারে দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত 1মোঃ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি : রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া ফাঁড়ী পুলিশের কনেষ্টবল বি- বাড়িয়ার মোঃ আল-মামুন কক্সবাজারে মোটর বাইক দূর্ঘটানায় নিহত হয়েছেন। গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) কাজী আরিফ উদ্দিন জানান ২৪ সেপ্ট¤॥^র বেলা ১২টার দিকে তিনি সরকারী কাজে কক্সবাজার যান। সেখান থেকে হিমছড়ি পুলিশ ফাঁড়ীতে তার আত্মীয় আর এক পুলিশ সদস্যের সাথে দেখা করতে যাওয়ার পথে দুপুর ১টা ৩০ মিটের সময় কক্সবাজারের কলাতলীস্থ রূপনগর এলাকায় মোটর সাইলকেলের নিয়ন্ত্রন হারিয়ে লাল ব্রীজের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন দ্রুত কক্সবাজার সদস হাসপাতলে নেওয়ার পর তিনি মারাযান। ইন্নালিল্লাহে – – – – – – রাজেউন।

নিহত মোঃ আল-মামুনের কনেষ্টবল নং ৭৪৪, বয়স (৩২) সে বি-বাড়ীয়া জেলার কসবা উপজেলার সিমরাইল এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। সে গত ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদেন। গত বছর থেকে কক্সবাজারের রামু থানার গর্জনিয়া পুলিশ ফাঁড়ীতে কর্মত ছিলেন। আগামী কাল সকালে কক্সবাজার পুলিশ লাইনে জানাযার নামাজ শেষে মামুনের মৃতদেহ তার গ্রামের বাড়ীতে পাঠানো হবে বলে জানান গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর এস আই আহসান হাবিব।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!