কক্সবাজারের নিম্নাঞ্চল ফের প্লাবিত

কক্সবাজারের নিম্নাঞ্চল ফের প্লাবিত 1কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে কক্সবাজারের উপকূলীয় এলাকার বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল ফের প্লাবিত হয়েছে।
রোববার (১১জুন) রাত থেকে শুরু হওয়া তীব্র ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। বাতাসের তোড়ে ভেঙে গেছে অনেক ঘরবাড়ি ও গাছপালা।

কক্সবাজারের কুতুবদিয়ার বিভিন্ন এলাকায় ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে ৫ হাজার পরিবার।

নিম্নচাপের কারণে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে সাগরের পানি ঢুকে মহেশখালী উপজেলার মাতারবাড়ি, ধলঘাটা, কুতুবজোম ও কারামারছড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এ ছাড়া জোয়ারের পানি বেড়ে পেকুয়া উপজেলার মগনামার বেড়িবাঁধ ভেঙে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

ঘূর্ণিঝড় মোরার রেশ কাটতে না কাটতেই এই নিম্নচাপে সৃষ্ট ঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!