এলাকায় মিষ্টি বিতরন ও অভিনন্দন আনন্দে শোভাযাত্রা

এলাকায় মিষ্টি বিতরন ও অভিনন্দন আনন্দে শোভাযাত্রা 1এহসান আল কুতুবী : গেল বছর অনুষ্ঠিত দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলারদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কক্সবাজারের পেকুয়ার টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয় । এবারের সপ্তমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টেও সিলেটকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশীপ অর্জন করেছে কক্সবাজারের পেকুয়ার টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বৃহস্পতিবার (০২ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের টুর্নামেন্টের ফাইনাল খেলে কক্সবাজারের পেকুয়ার টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেটের জৈন্তাপুরের কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে জয় লাভ করে টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়। ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কক্সবাজার। পুরো টুর্নামেন্টে অপরাজিত ছিল তারা।

দুপুর থেকেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম রূপ নেয় শিশু-কিশোরদের মিলনমেলায়। প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে নিরাপত্তার জোরদারে সকাল থেকেই সোচ্চার ছিল আইনশৃঙ্খলার বাহিনী। ফুটবল ফাইনাল দেখতে স্টেডিয়াম ভরে যায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পদচারণায়। শিশু-কিশোরদের কলকাকলীতে পুরস্কার বিরতণীর মঞ্চে উচ্ছ্বসিত ছিলেন প্রধানমন্ত্রী। স্টেডিয়ামের গ্যালারিতে ক্ষুদে ফুটবলের ক্ষুদে দর্শকের দিক হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বঙ্গবন্ধু গোলকাপের গোল্ডেন বুট পেয়েছেন মিনার উদ্দিন বুলেট। তিনি কক্সবাজারের টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, প্রাথমিক ও গণমিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছর ২২ ফেব্রুয়ারি থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছিল এই দুই টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা। প্রায় ২২ লাখ খুদে খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশ নেয়।

এলাকায় মিষ্টি বিতরন ও অভিনন্দন আনন্দে শোভাযাত্রা 2এলাকায় মিষ্টি বিতরন:
এদিকে দুপুরে শুরু হওয়া ট্রপি নির্ধারনী ম্যাচে টৈটং সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার খবর জানাজানি হওয়া মাত্রই আনন্দের জোয়্রা বয়ে যায় পেকুয়াসহ পুরো কক্সবাজারে। উল্লাসে ফেটে পড়ে সবাই। বের হয় খন্ড খন্ড আনন্দ মিছিল। একে অপরকে বিতরণ করে মিষ্টি।

 

 

 
এলাকায় মিষ্টি বিতরন ও অভিনন্দন আনন্দে শোভাযাত্রা 3অভিনন্দন জানান যারা :
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হোসনা, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম নুরুজ্জামান মঞ্জু, লুৎফা হায়দার রণি, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার এম. মাহাবুব উল করিম, পেকুয়া থানার অফিসার ইনচার্জ(প্রশাসন) ও.সি জিয়া মোঃ মোস্তাফিজ ভুঁইয়া, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম.দিদারুল করিম, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (বিওজেএ) কক্সবাজার শাখার সহ-সভাপতি সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরী পৃথক পৃথক বিবৃতিতে বিজয়ীদলের সকলকে প্রাণঢালা অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!