আস্থার ঠিকানা হচ্ছে সীমান্ত ব্যাংক : বিজিবি মহাপরিচালক

আস্থার ঠিকানা হচ্ছে সীমান্ত ব্যাংক : বিজিবি মহাপরিচালক 1গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ : সীমান্ত শহর টেকনাফে সীমান্ত ব্যাংকের নবম শাখা উদ্বোধন হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ২৪ ডিসেম্বর রোববার রাত সাড়ে ৭ টায় ব্যাংকের এই শাখার উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, সীমান্ত ব্যাংক হচ্ছে গ্রাহকদের সীমাহীন আস্থার ঠিকানা। উন্নত ও আধুনিক সেবার মাধ্যমে এ ব্যাংক গ্রাহকদের সেবা প্রদান করবে। দেশের নিরাপত্তার পাশাপাশি আর্থ মানবতার সেবা ও গ্রামীন অর্থনীতির উন্নয়ন এই ব্যাংকের অন্যতম লক্ষ্য।
তিনি ব্যবসায়ীসহ সকলকে এ ব্যাংকের সেবা গ্রহনের আহবান জানান।
পরে তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ৯ম শাখার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সীমান্ত ব্যাংকের পরিচালক মুখলেছুর রহমান, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম, টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) শফিউল আজমসহ বিভিন্ন পেশাজীবি, ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিকগন।
উল্লেখ্য, সীমান্ত ব্যাংকটি বিজিবি কল্যাণ ট্রাস্ট পরিচালিত একটি ব্যাংক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!