বাঁশখালীতে ডাকাতের গুলিতে লিচু ব্যবসায়ী খুন

বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের পূর্ব সেন্টার পাড়া এলাকায় রোববার (৫ মে) রাত ২টার দিকে ডাকাতের গুলিতে মো. আমিন (৫০) নামের এক লিচু ব্যবসায়ী খুন হয়েছেন।তিনি এলাকার ছৈয়দ আহম্মদের পুত্র। ডাকাতরা ওই হত্যাকাণ্ডসহ গুলিতে নিহত আমিন ও স্থানীয় আরিফের বাড়িসহ দুই বাড়িতে ডাকাতি সংঘটিত করে। এ সময় তারা প্রায় লাখ টাকার মালামাল নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও স্থানীয়দের কাছে জানা যায়, গত রবিবার (৫ মে) দিনের বেলা পূর্ব সেন্টার পাড়ার মো. আলীর বিবাহিত কন্যা শারমীন আক্তারের তালাকের চুক্তিনামা মোতাবেক বরের পরিবার থেকে ৪ লাখ টাকা ফেরত পায়। ওই টাকা পেতে ১০/১৫ জনের সশস্ত্র ডাকাত ভুল করে ঢুকে পড়ে লিচু ব্যবসায়ী মো. আমিনের বাড়িতে।ওইসময় মো. আমিন লোকজন নিয়ে রাত জেগে বাড়ির অদূরে লিচু পাহারা দিচ্ছিল। ডাকাতরা তার বাড়ির দরজা ধাক্কাধাক্কি শুরু করলে মো. আমিনের স্ত্রী সেতারা বেগম মোবাইলে তাকে জানান,বাড়িতে বন্য হাতির আক্রমণ শুরু হয়েছে। স্বামীকে আগুনের মশাল নিয়ে দ্রুত বাড়ি আসতে বলেন তিনি।মো. আমিন লোকজন নিয়ে হাতি তাড়াতেই আসছিলেন বাড়ির দিকে। এরমধ্যে ডাকাতরা ঘরে ঢুকে ডাকাতি সংঘটিত করে।ডাকাতদল আগুনের মশালসহ লোকজন দেখে বন্দুকের গুলি ছুঁড়লে তা মো. আমিনের বুকে বিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়। ওই সময় ডাকাত ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পালিয়ে যাবার সময় ঘটনাস্থলের কিছুটা দূরে মাহবুব আলমের পুত্র মো. আরিফের বাড়িতেও ডাকাতি করে। ডাকাতদল দুই বাড়ি থেকে স্বর্ণলংকার, মোবাইল ও মালামালসহ প্রায় লাখ টাকার মালামাল লুট করে।

পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন, ‘এলাকায় অস্বাভাবিক হাতির আক্রমণ আছে। অসংখ্য ঘরবাড়ি ভেঙ্গেছে এবং সম্প্রতি তিনজন মারাও গেছে। দীর্ঘদিন এলাকায় ডাকাতির ঘটনা ঘটেনি। হাতির আক্রমণ মনে করে দ্রুত এগিয়ে আসায় মো. আমিনকে ডাকাতের গুলিতে মরতে হয়েছে।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খুনসহ ডাকাতির পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। খুনি ডাকাতরা কিছুতেই রক্ষা পাবে না।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!