চালককে খুন করে প্রাইভেটকার ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার তিন

সীতাকুণ্ড থেকে ১৭শ টাকা ভাড়ায় প্রাইভেটকারটি নিয়ে চার যুবক আসছিল শহরে। তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রাইভেট কার চালক নুরুল কবিরকে খুন করেই লাশ ঘুম করতেই নিয়ে যাচ্ছিলো হালিশহর বেড়িবাঁধ এলাকায়। গাড়িটি পুলিশের সন্দেহ হলে তাদের গতিরোধ করে পুলিশ। পুলিশ সহযোগিতা নেয় স্থানীয়দের। ইমন ও নিশান নামের দুইজনকে গ্রেফতার করতে পারলেও পালিয়ে যায় তাদের অপর দুই সহযোগী। পরে আকবরশাহ অভিযানে আটক হয় নেওয়াজ।

শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাতে আকবরশাহ থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় পুলিশ উদ্ধার কের প্রাইভেটকার চালকের মরদেহ। চালক নুরুল কবিরের বাড়ি সীতাকুন্ড এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার পরিদর্শক (ওসি) জসিম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সীতাকুন্ড থেকে ১৭শ টাকায় চট্টগ্রাম শহরে আসার কথা বলে একটি প্রাইভেট কার ভাড়া করে। যাত্রীরা শহরে আসার আগেই চালক নুরুল কবিরকে হত্যা করে লাশ সমুদ্রে বা তৎসংলগ্ন বেড়িবাধে ফেলতে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় আমরা খুনীদের দুইজনকে গ্রেফতার করি। গ্রেফতারকৃত দুজন হলো ইমন ও নিশান। পরে অভিযান চালিয়ে আরেকজনকেও গ্রেফতার করা হয়।
তিনি বলেন, এ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

চট্টগ্রাম প্রতিদিন/এফএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!