চট্টগ্রামে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে যুবক আটক

চট্টগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হল মুহাম্মদ ফরিদ উদ্দিন সোবহান (২৮) নামের এক যুবক। আটককৃত যুবক কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালীর মাস্টার ইব্রাহিমের পুত্র।

শুক্রবার (২১ জুন) সকাল ১১টায় মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয় থেকে তাকে আটক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, বাঁশখালী উপজেলার মুহাম্মদ রফিকুল ইসলামের হয়ে পরীক্ষা দিতে আসেন মুহাম্মদ ফরিদ উদ্দিন সোবহান। সে নিজেকে ইসলামিয়া কলেজের ছাত্র বলে পরিচয় দেয়। ছবি ও স্বাক্ষর নকল করে পরীক্ষায় অংশগ্রহণ করলেও শেষ রক্ষা হয়নি তার। ম্যাজিস্ট্রেট তার জম্ম তারিখ, এসএসসি কত সাল জানতে চাইলে সে সঠিক উত্তর দিতে না পারলে মানিব্যাগ তল্লাশি করা হয়। মানিব্যাগে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে তার আসল পরিচয় পাওয়া যায়। পরে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

সূত্র জানায়, মো. মামুন ও আবুল কালামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে পরীক্ষা দিতে আসেন ফরিদ। কালাম এ চক্রের প্রধান।

উল্লেখ্য, মিউনিসিপ্যাল উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল এক হাজার ৪০০ জন। উপস্থিত ছিল এক হাজার চারজন। অনুপস্থিত ছিলেন ৩৯৬ জন।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!