কর্ণফুলীতে গাড়ির ধাক্কায় ছাত্রী আহত: সড়ক অবরোধ

দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলীর কলেজ গেইট এলাকায় দ্রুতগামী লেগুনা ধাক্কায় এক স্কুল ছাত্রী আহত হয়েছে। ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে সহপাঠীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৯.৪৫ মিনিটে কর্ণফুলীর এজে চৌধুরী উচ্চ বিদ্যালয় সামনে সড়ক পারাপারের সময় স্কুল ছাত্রী নাজমাকে ধাক্কা দেয় একটি লেগুনা গাড়ি। এতে নাজমা মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। তাকে অবস্থায় নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। নাজমা আক্তার মুন্নি পটিয়া এ জে চৌধুরী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী বলে জানাগেছে।

ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে এজে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ১০ টা থেকে ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় কক্সবাজার-বান্দরবান সহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন সড়কের যাত্রীদের চরম ভোগান্তি শিকার হয়।

অবিলম্বে ফুটওভার ব্রীজ ও স্পিড ব্রেকার স্থাপন করে শিক্ষার্থী ও জনসাধারণের চলাচলকে নিরাপদ করার জন্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

বেলা সাড়ে ১২টায় স্থানীয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!