আসামি আটকের জের ধরে মহাসড়কে যুবলীগ-ছাত্রলীগের ব্যারিকেড

নাজিরহাট

ফটিকছড়ির নানুপুর থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হলে তার জের ধরে নাজিরহাট ঝংকার মোড়ে ব্যারিকেড দিয়েছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। একই সময় তারা টায়ার জ্বালিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ওপর স্বাভাবিক যানচলাচলে বাধা সৃষ্টি করে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে ব্যারিকেড ছত্রভঙ্গ করে দেয়।

শনিবার (১১ মে) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার নাজিরহাট ঝংকার মোড়ে এ ঘটনা ঘটে।

nazirhat

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার নানুপুর এলাকায় এক নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। আটক ব্যক্তি নানুপুর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বলে জানা গেছে। তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় নানুপুরের আওয়ামী লীগ নেতা জাকারিয়া জকুর ছেলে যুবলীগ নেতা ইকবাল ওই আসামির গ্রেপ্তারে বাধা দেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ইকবালকে আটক করে থানায় নিয়ে আসে।

যুবলীগ নেতা ইকবালকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী তাকে ছেড়ে দেওয়ার দাবিতে নাজিরহাট ঝংকার মোড়ে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঝংকার মোড় এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!