আর নেই জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিস

আর নেই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিস (৭৮)। রোববার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আনিসের জামাতা আলাউদ্দিন শিমুল। তিনি বলেন, আজ দুপুরেই ঢাকা থেকে ফেনীর ছাগলনাইয়ায় নিয়ে যাওয়া হবে আনিসকে। সেখানেই বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হবে।

‘হাসির রাজা’ খ্যাত অভিনেতা আনিস চার শতাধিক চলচ্চিত্রসহ রেডিও ও টিভি নাটকে অসংখ্যবার অভিনয় করেছেন।

প্রথম উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেলেও পুরোপুরি অভিনয় জীবন শুরু হয় জিল্লুর রহিমের ‘এইতো জীবন’ চলচ্চিত্রের মাধ্যমে। যা মুক্তি পায় ১৯৬৪ সালে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘এই তো জীবন’, ‘পয়সে’, ‘মালা’, ‘জরিনা সুন্দরী’, ‘জংলী মেয়ে’, ‘মধুমালা’, ‘ভানুমতি’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘সূর্য ওঠার আগে’, ‘অধিকার’ ‘অঙ্গার’, ‘বারুদ’, ‘ঘর সংসার’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘ পুরস্কার’ ইত্যাদি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!