সৈয়দ ওয়াহিদুল আলমের মৃত্যুবার্ষিকী পালিত

মহানগর বিএনপির উদ্যোগে সৈয়দ ওয়াহিদুল আলমের স্মরণসভা ও মৃত্যুবার্ষিকীর আয়োজন করা হয়েছে। সোমবার (২৭ মে) বিকালে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই স্মরণসভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি কমিশনার সামশুল আলম, শফিকুর রহমান স্বপন, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবু ফয়েজ, উপদেষ্টা ওমর ফারুক, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, মনজুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, ডা. এসএম সরওয়ার আলম, হাজী নুরুল আকতার, এইচ এম রাশেদ খান, আবদুল নবী প্রিন্স, হাজী নুরুল হক, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মোশাররফ হোসেন দিপ্তী, মামুনুল ইসলাম হুমায়ুন, আবদুল্লাহ আল হারুন, সহ-সম্পাদক আবদুল হালিম স্বপন, রফিকুল ইসলাম, মো. ইদ্রিস আলী, মো. শাহজাহান, সেলিম উদ্দিন শাহীন, মুক্তিযোদ্ধা আবদুল মতিন, আজাদ বাঙালী, বেলায়েত হোসেন বুলু, আবু মুছা, আবদুল হাই, মোস্তাফিজুর রহমান ভুলু, থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, আবদুল কাদের জসিম, হাবিবুর রহমান, নগর বিএনপির সদস্য খোরশেদ আলম, রেজিয়া বেগম মুন্নি, শাহেদা বেগম, ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মফিজ উল্লাহ, হাজী মো. ইলিয়াছ, কাজী সামশুল আলম, আবদুল্লাহ আল ছগীর, মো. বেলাল, রাসেল পারভেজ সুজন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এসএম আবুল কালাম আবু, হাজী আবু ফয়েজ, হাসান ওসমান চৌধুরী, হাজী মো. জাহেদ, মামুন আলম, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শাহাব উদ্দিন হাসান বাবু, জিয়াউর রহমান জিয়া, আসাদুর রহমান টিপু, মেজবাহ উদ্দিন মিন্টু, তানভীর মল্লিক, মো. নওশাদ, হাসান রুবেলসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম ছিলেন বিএনপির হাজারো নেতাকর্মীর অন্যতম অনুপ্রেরণা। জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন যুবদলের নেতৃত্ব থেকে শুরু করে দলের কেন্দ্রীয় দায়িত্ব পালন করে ত্যাগ, শ্রম ও মেধার দৃষ্টান্ত রেখেছেন। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!