সরকারের সকল উন্নয়ন প্রকল্প তদারকি করবে জেলা প্রশাসক

বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, উন্নয়নের সুফল সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে নানা উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকগণের সরেজমিনে তদারকির নির্দেশনা দেন।

বিভাগীয় কমিশনার সোমবার (২২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে এ বক্তব্য দেন। তিনি বলেন, ‘সিডিএ ফ্লাইওভার নির্মাণ করেছেন। ভারি বর্ষণে ফ্লাইওভারে পানি জমার ঘটনা অনাকাংক্ষিত।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিদের্শনার আলোকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ ও সরকারের মেগাপ্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের নজরদারি আরো বাড়াতে হবে। আসন্ন কোরবানি উপলক্ষে গরুর ট্রাকে চাঁদাবাজি বন্ধ করার আহ্বান জানান চট্টগ্রাম চেম্বার সভাপতি মো.মাহাবুবুল আলম।

এ সময় বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদের চাঁদাবাজি বন্ধে কার্যকরি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক দীপক চক্রবর্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নূরুল আলম নিজামীসহ চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!