সদরঘাটে প্রাইভেট কারের চাপায় শ্রমিকের প্রাণ গেল

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকায় প্রাইভেট কারের চাপায় মো. বাবুল (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি স্ক্র্যাপ মাল লোড-আনলোডের কাজ করতেন। বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল কুমিল্লার বক্সিগঞ্জের মো. আনোয়ারের পুত্র। সদরঘাটের পশ্চিম মাদারবাড়ির টম ফকিরের মাজার এলাকা তাদের বসবাস।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সদরঘাট থানাথীন পশ্চিম মাদারবাড়ীর টম ফকিরের সাজার নামক স্থানে একটি প্রাইভেট কার ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের চাপায় পড়ে গুরুতর আহত হন বাবুল। সকাল নয়টার দিকে হাসপাতাল আনা হলে ডাক্তার তাকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা বাবুলকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবুলের আত্মীয় মো. জামাল বলেন, ‘মালামাল লোড-আনলোডের কাজ করার সময় একটি প্রাইভেটকার বাবুল চাপা দেয়। সদরঘাট থানা পুলিশ প্রাইভেট কারটি আটক করেছে।’

নিহত বাবুলের সহকর্মী মুরাদ বলেন, ‘আমরা একসঙ্গে লোহার স্ক্র্যাপ মালামাল লোড-আনলোড করার কাজ করতাম।’

এমএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!