যাত্রীবেশে ম্যাজিস্ট্রেট, তিন বাস কাউন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা

নগরীর স্টেশন রোডের দূর পাল্লার তিনটি বাস কাউন্টারকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক যাত্রীবেশে বাস কাউন্টারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন।

জানা যায়, ঈদ আসার আগে দূরপাল্লার অধিকাংশ বাস যাত্রীর চাপকে পুজিঁ করে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে। এসব দূরপাল্লার বাস কাউন্টারে ম্যাজিস্ট্রেট গিয়ে দেখতে পান পাবনা, রাজশাহী, দিনাজপুর, নওগাঁসহ উত্তরভঙ্গের যাত্রীদের ঈদের অগ্রিম টিকিটের ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে ৪০০ থেকে ৬০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হানিফ পরিবহনের কাউন্টারকে ২০ হাজার টাকা, শ্যামলী পরিবহনের কাউন্টারকে ২৫ হাজার টাকা,শ্যামলী এনআর ট্রাভেলস কাউন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহ থাকবে। নগরীর বাস কাউন্টারগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। বাড়তি ভাড়া আদায়ের অপরাধে তিনটি কাউন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যান্য বাস কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!