ভোরে বিস্ফোরণে পুড়ে শেষ দুই শ্রমিক

চট্টগ্রামের নাসিরাবাদ

নগরীর নাসিরাবাদের একটি কারখানায় অক্সিজেন ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন দুই শ্রমিক। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও এক শ্রমিক। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৭টায় নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় শফিকুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন সিরাজ আনু অক্সিজেন লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন মো. ছাবেদ (৩০) ও পবিত্র কুমার দাশ (৬০)। আহত শ্রমিক নুর ওসমানকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তার শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে।

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছে, আহত নুর ওসমানের শরীরের ১০ শতাংশের মতো পুড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে জানান, আজ (১৬ এপ্রিল) সকালে সিরাজ আনু অক্সিজেন লিমিটেড নামে একটি কারখানায় সিলিন্ডারে অক্সিজেন ভরার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!