বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে রেলকর্মীর মৃত্যু

নিরাপত্তা সরঞ্জাম নেই

বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে হাবিবুর রহমান ধনু (৩০) নামে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। সকালে রেলওয়ে ওয়াগন শাখার এ ঘটনা ঘটে। প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ না থাকায় এমন মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কর্মরত শ্রমিকরা।

রেলওয়ে লাইন ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বৈদ্যূতিক লাইন মেরামত করতে খুঁটির উপরে উঠে অসাবধানতার নিচে পড়ে গিয়ে মাথায় বেশ রক্তক্ষরণ হয়। ঘটনার পর তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহত হাবিবুর রহমান ফটিকছড়ির পশ্চিম হাইদচকিয়া গ্রামের মৃত শফিউল আলমের ছেলে। তিনি ২০১৫ সালে রেলওয়ে খালাসী পদে যোগ দেন। এরপর থেকে তিনি এসএস ইলেক্ট্রিশিয়ান হিসেবে পাহাড়তলী বিদ্যুৎ বিভাগে কর্মরত ছিলেন।

তবে কয়েকজন রেল কর্মচারী অভিযোগ করে বলেন, বৈদ্যুতিক লাইন ও খুঁটির উপর কাজ করার যেসব নিরাপত্তা সরঞ্জাম থাকার কথা তা না নেই। প্রতিনিয়তই জীবনের চরম ঝুঁকি কাজ করছে শ্রমিকরা। তারা রেল কর্তৃপক্ষের প্রতি নিরাপত্তা
সরঞ্জাম সরবরাহের দাবি জানান।

সম্পাদনা: আদর শর্মা

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!