বৃক্ষমেলায় সাতদিনে বিক্রি অর্ধ লক্ষ গাছের চারা

টানা কয়েকদিনের বৃষ্টির পর নগরীর আকাশে রোদ এসেছে। মাথার উপর তপ্ত দুপুরে প্রচণ্ড তাপদাহ। তারই মাঝে লালদিঘী মাঠে বৃক্ষমেলায় ক্রেতা দর্শকদের উপচে পড়া ভিড়। বৃক্ষমেলা শুরুর প্রথম দিকে প্রবল বৃষ্টির কারণে ক্রেতা সাধারণের ভিড় কম দেখা গেলেও এখন প্রচুর বৃক্ষের চারা বিক্রি হচ্ছে। সাতদিনে বিক্রি হয়েছে প্রায় অর্ধ লক্ষ গাছের চারা।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর অঞ্চলের সহকারী কর্মকর্তা ফরেস্টার অসীম কান্তি দাশ জানান, সংগৃহীত পরিসংখ্যানে অনুযায়ী সাত দিনে ২৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধ লক্ষ চারা বিক্রয় হয়েছে।

নার্সারী স্টলগুলোর তথ্য অনুসারে, বনজ চারা বিক্রি হয়েছে ১৬ হাজার ২০০। ফলদ চারা ১৪ হাজার ৮০০। ঔষধি বা ভেষজ চারা ২ হাজার ৮০০। শোভাবর্ধনকারী চারা ১০ হাজার ৫০০ এবং অন্যান্য প্রজাতির প্রায় ৫ হাজার ৭০০ চারা বিক্রয় হয়েছে।

বাহাদুর নার্সারির সত্ত্বাধিকারী আবুল হোসেন বলেন, ‘মেলায় বিক্রয় ছাড়াও বেশ কিছু চারা সরবরাহের অগ্রিম বুকিং পাওয়া যাচ্ছে।’

ফতেয়াবাদ নার্সারির সত্ত্বাধিকারী মো. জসীম উদ্দিন বলেন, ‘এবারের মেলায় অন্যবারের তুলনায় চারা বিক্রয় বেশি হচ্ছে। সকালের চেয়েও বিকেলের দিকে মেলায় লোক সমাগম বেশি দেখা যাচ্ছে।’

বনসাই ড্রিমসের সত্ত্বাধিকারী মো. আব্দুল্লাহ খাঁন বাবুল বলেন, ‘বিভিন্ন প্রকার বনসাইও বিক্রি হচ্ছে।’

‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৯।

১৫ দিনব্যাপী এই মেলা চলবে ২৭ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বৃক্ষপ্রেমীদের পদচারণায় মুখর থাকবে মেলা প্রাঙ্গণ।

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!