বিদ্যুৎ লাইনে গাছ পড়ে ঘণ্টাব্যাপী বিদ্যুৎহীন চমেক হাসপাতাল

ঘূর্ণিঝড় ফণী’র ৬ নম্বর সংকেত চলাকালীন ঝোড়ো হাওয়ার কারণে বিদ্যুৎ লাইনের ওপর গাছ ভেঙে পড়লে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায়। ৪ মে শনিবার দুপুর ১২.৩০ নগরীর কাজির দেউরি এলাকায় এ ঘটনা ঘটে। একারণে চকবাজারসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় ঘণ্টাখানেক বিদ্যুৎ বিছিন্ন অবস্থায় ছিল। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের চেষ্টায় অন্যান্য এলাকায় বিদ্যুৎ লাইন সচল হলেও হাসপাতালে এখনো বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফণীর প্রভাবে দমকা হাওয়ার কারণে দুপুরে রাস্তায় বিদ্যুৎ খুঁটির উপর গাছ ভেঙে পড়লে আশেপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের চেষ্টায় সচল হয় বিদ্যুৎ সরবরাহ।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.জসীম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, দুপুর ১.১০ মিনিটে খবর পেলে আমাদের একটা ইউনিট ঘটনাস্থলে পাঠাই। আধাঘন্টার চেষ্টায় মর্ডান ইনস্ট্রুমেন্টের সাহায্যে গাছটা সরাতে সক্ষম হই। হতাহতের ঘটনা না ঘটলে ওই সময়টুকুতে যানচলাচল কিছুটা বিঘ্নিত হয়।

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আকতারুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রাম প্রতিদিনকে জানান, বিদ্যুৎ সরবরাহ এখনও পুরোপুরি সচল হয়নি। একবার এলে ১০ মিনিট থাকার পরে আবার ৩০ মিনিট থাকে না। এভাবে থাকলে হাসপাতালের জরুরি বিভাগে থাকা রোগীদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!