বন্দুকযুদ্ধে যুবলীগকর্মী লোকমান হত্যার প্রধান আসামি সাইফুল নিহত

বাকলিয়ায় তথাকথিত বন্দুকযুদ্ধে যুবলীগকর্মী লোকমান হত্যা মামলার প্রধান আসামি সাইফুল (২৮) নিহত হয়েছে। নিহত সাইফুল বাকলিয়া থানাধীন সবুজবাগ আবাসিক এলাকার রফিক আহমদের ছেলে।

মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর ৪টার দিকে বাকলিয়া থানার অদূরে কল্পালোক আবাসিক এলাকার ৫ নং ব্রিজ কবরস্থান এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সাইফুল আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, যুবলীগ কর্মী জনি হত্যা মামলার প্রধান আসামী সাইফুল ও বাবলুকে জেলার ফটিকছড়ির জাফতনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তিতে জনি হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে গেলে আগ থেকে ওৎপেতে থাকা সাইফুলের সহযোগীরা কল্পলোক ৫ নং ব্রীজ কবরস্থান এলাকায় পুলিশে উপর গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও গুলি ছুঁড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের গুলিতে সাইফুল আহত হলে পুলিশ দ্রুত তাকে চমেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে বাকলিয়ার খালপাড় এলাকায় খুন হন লোকমান হোসেন জনি। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী জনির বাসা নগরের গোলপাহাড় এলাকায়। তিনি যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ঐ ঘটনার পরপরই সাইফুলের সহযোগী কৃষ্ণ ধরকে (২৫) ডিসি রোড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

৭ এপ্রিল জনি হত্যাকান্ড ঘটনায় তার মা রোকেয়া বেগম বাদী হয়ে সাইফুলকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।
চট্টগ্রাম প্রতিদিন/এফএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!