নিউমুরিংয়ে তেলবাহী ট্রেনের ধাক্কায় উল্টে গেল মালবাহী ট্রাক

নিউমুরিং এমপিবি গেইটে বন্দর থেকে বের হওয়া মশুরডালবাহী একটি ট্রাক দুপুর একটায় তৈল বহনকারী ট্রেনের সঙ্গে ধাক্কায় উল্টে যায়। উল্টে যাওয়া ট্রাকটি আমানত এজেন্সির মালিকানাধীন।

জানা গেছে, এই রেলক্রসিং দিয়ে বিপজ্জনকভাবে প্রায় ২০টি মালবাহী ট্রাক ঢোকানো হচ্ছিল আহমেদ ট্রেডিং নামের একটি গোডাউনে।

মালবাহী ট্রেনের চালক জানান, অবৈধ এই বিপজ্জনক পথটি দিয়ে কোন প্রকার ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও প্রায় সময় এই পথ দিয়ে বন্দর থেকে বের হওয়া গাড়িগুলো যাতায়াত করে। এ কারণে প্রায়ই পথটিতে দুর্ঘটনা ঘটে।

উল্টে যাওয়া ট্রাকটিতে ২৩০ বস্তা মশুরডাল ছিল। সূত্রে জানা যায়, আমানত এজেন্সির মালিকানাধীন উল্টে যাওয়া ট্রাকটি ইপিজেড থানায় নিয়ে যাওয়া হয়। উল্টে যাওয়া ট্রাকটির নম্বর ঢাকা-ন-৩০৩৭।

শাহীন/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!