নগরে সাত হাজার কেজি জাটকা মাছ জব্দ

চট্টগ্রামে এবার মৎস্য হিমাগারে হানা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আলী হাসান। বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে দশটায় নগরীর সদরঘাটের কর্ণফুলী হিমাগারের ৩৫ নম্বর স্টোরে অভিযান চালিয়ে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় চাপিলা মাছের সাথে মিশ্রিত অবস্থায় প্রায় সাত হাজার কেজি জাটকা মাছ জব্দ করা হয়। ভবিষ্যতের জন্য সতর্ক করে ঐ স্টোরের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সৈকত শর্মাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, প্রায় সাত হাজার কেজি জাটকা মাছ জব্দের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতে জাটকা মাছ হিমাগারে না রাখার জন্য সতর্ক করে মুচলেখা নেয়া হয়। জব্দকৃত মাছগুলো পুনরায় ওই হিমাগারে রাখা হয়।

পরবর্তীতে মাছগুলো বিভিন্ন এতিমখানা বা সামাজিক প্রতিষ্ঠানে সুবিধাজনক ভাবে দিয়ে দেওয়া হবে।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!