নগরীর পাহাড়ে ৭০ পরিবারের গ্যাস, বিদ্যুৎ,পানির সংযোগ বিচ্ছিন্ন

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম নগরীতে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস সরাতে জেলা প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে একে খান শিল্প পরিবারের মালিকানাধীন পাহাড়ে বসবাসকারী ৭০টি পরিবারের গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলমান অভিযানে বিদ্যুতের ৫টি মিটার ও সংশ্লিষ্ট কাগজপত্র জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ও শারমিন আক্তার। তাদের সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর, নগর পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিগণ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তোহিদুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ৮৩৫ পরিবারকে না সরানো পর্যন্ত এ অভিযান আব্যাহত থাকবে।

এফএম/এইচআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!