চসিকের উচ্ছেদ অভিযান ! চালককে ২ হাজার টাকা জরিমানা

প্রতিদিন রিপোর্ট :

নগরীর বন্দর থানা এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন এ উচ্ছেদ অভিযানের নের্তৃত্ব দেন।

dsc_0568

আজ বুধবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত নগরীর ব্যস্ততম পোর্ট কানেকটিং সড়কের নিমতল থেকে বিমান চত্বর পর্যন্ত এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাস্তার উভয় পাশের ফুটপাত, নালা ও রাস্তার অংশ অবৈধভাবে দখলে নিয়ে স্তুপ করে রাখা কাঠ ও বিভিন্ন সামগ্রী অপসারন করে রাস্তা ও ফুটপাত উন্মুক্ত করা হয়।

 

 

এছাড়া উচ্ছেদ অভিযান পরিচালনার সময় রাস্তার উপর অবৈধভাবে কাভার্ডভ্যান পার্কিং করে যানজট সৃষ্টি ও পথচারী চলাচলে বাধাগ্রস্থ করার অপরাধে চালক মো. জামালকে দুই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন।

 

তিনি এ অভিযানে কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা/কর্মচারীগণ, বন্দর থানা ও সিএমপি পুলিশের সদস্যরা সহায়তা করেন জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এমনটি বলেন।

 

রিপোর্ট : সুমন কুমার দে :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!