চট্টগ্রামে সমকালীন নৃত্যকলা বিষয়ে র্কমশালা

চিটাগাং আর্টস কমপ্লেক্স ও গ্যেটে ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে ‘সমকালীন নৃত্য ও নৃত্যপরিকল্পনা’ নিয়ে তিনদিনব্যাপী একটি কর্মশালা শুরু হতে যাচ্ছে শনিবার (২০ জুলাই)।

এতে আধুনিক ও সমকালীন নৃত্যকলার ইতিহাস, দর্শন, ভাষা, ভঙ্গি ও ব্যাকরণের পাশাপশি নৃত্যপরিকল্পনা ও পরিচালনা বিষয়ে আলোচনা হবে।

পরিচালনা করবেন, জার্মানির নাগরিক, তরুণ নৃত্যশিল্পী কোসি সেবাস্টিয়েন আহোলু-ওকাউই।

উল্লেখ্য, কর্মশালাটি অনুষ্ঠিত হবে ৬৮৮/সি, মেহেদিবাগ, চট্টগ্রামে অবস্থিত বিস্তারের নিজস্ব অঙ্গনে। প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ কর্মশালায় অংশ নিতে হলে নিবন্ধন ফি দিতে হবে তিনশো টাকা। নিবন্ধনের শেষ তারিখ ১৭ জুলাই। আসন সংখ্যা সীমিত।

সমকালীন নৃত্যকলা বিষয়ে আগ্রহী চট্টগ্রামের তরুণ নৃত্যশিল্পীদের অবিলম্বে বিস্তার কার্যালয় থেকে নিবন্ধনপত্র সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর-০১৭১৩-১০৯৯৪০, ০১৭৩০-৮৬৫৮১৯।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!