উইম্যান এসএমই এক্সপোর অফিশিয়াল ব্যাংকিং পার্টনার এনআরবি ব্যাংক

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ১৩তম আন্তর্জাতিক উইম্যান্স এসএমই এক্সপো বাংলাদেশ ২০১৯ এর অফিশিয়াল ব্যাংকিং পার্টনার হলো এনআরবি ব্যাংক লিমিটেড। এ সংক্রান্ত বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি রোববার (২৩ জুলাই) এনআরবি ব্যাংকের ঢাকার প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে।

এক্সপোর কো-চেয়ারপার্সন কাজী তুহিনা আক্তার ও এনআরবি ব্যাংকের হেড অব মেইন ব্রাঞ্চ চট্টগ্রামের শাখা প্রধান রফিকুল ইসলাম নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তি স্বাক্ষরের আওতায় ১৩তম আন্তর্জাতিক উইম্যান্স এসএমই এক্সপো বাংলাদেশ ২০১৯-এ অংশগ্রহণকারীরা এনআরবি ব্যাংকের ঢাকাসর গুলশান, বনানী, দিলকুশা এবং চট্টগ্রামের আগ্রাবাদ এবং ওআর নিজাম রোড শাখায় মেলার স্টল বুকিং ফরম সংগ্রহ ও স্টল বুকিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী বলেন, ‘এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের নারী উদ্যোক্তাদেও উন্নয়নে এনআরবি ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করবে। ভবিষ্যতে নারী উদ্যোক্তাদের উন্নয়নে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।’

এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম চিটাগাং উইম্যান চেম্বারের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলে নারী উদ্যোক্তাদের জন্য এনআরবি ব্যাংক সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক শাহেলা আবেদিন, সদস্য নূর-এ-জান্নাত নিপা, শাম্মা মতিন, নাহিদ পারভীন রানী, এনআরবি ব্যাংক লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইমরান আহমেদ, হেড অফ রিটেইল গোলাম নাকিব, হেড অফ এসএমই এটিএম জামাল উদ্দিন।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!