আদালতের মালখানা থেকে যেভাবে চুরি হল গাড়ির ইঞ্জিন

চট্টগ্রাম আদালতের মালখানায় সংরক্ষিত থাকা একটি নোহা মাইক্রোবাস থেকে ইঞ্জিন চুরির ঘটনা ঘটেছে। প্রকাশ্য দিবালোকেই গাড়ি থেকে ইঞ্জিন চুরির ঘটনা ঘটলেও মালখানার ইনচার্জ বলছেন তিনি এই বিষয়ে কিছু জানেন না।

চট্টগ্রাম আদালতের একটি বিশ্বস্ত সূত্র জানায়, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের বহনকারী ড্রাইভার মো. হারুন একজন মেকানিক দিয়ে মালখানায় থাকা মাইক্রোবাস থেকে ইঞ্জিন খুলছিলো। প্রশাসনের চোখ এড়াতে মাইক্রোবাসটিকে একটি কাভার্ড ভ্যানের সাথে লাগিয়ে দেওয়া হয়।

সূত্র জানায়, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের বহনকারী ড্রাইভার মো. হারুন প্রায়ই মালখানায় বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দকৃত গাড়ির ইঞ্জিন চুরির সাথে জড়িত। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই ইঞ্জিন সরকারি গাড়ি মেরামতের সময় সে পুনরায় সরবরাহ করে।

এ বিষয়ে চট্টগ্রাম আদালতের মালখানার ইনচার্জ এস আই বাহার বলেন, ‘আপনি এই খবর কোথায় পেয়েছেন?’ এরপর তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!