আওয়ামী লীগের সদস্য সংগ্রহে সর্তকতার পরামর্শ মেয়র নাছিরের

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে নতুন সদস্য সংগ্রহে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। নতুন সদস্য সংগ্রহ করার ক্ষেত্রে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনাগুলো মানার তাগিদও দিয়েছেন তিনি।

সোমবার (১৫ জুন) নগর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান উপলক্ষে বন্দর থানা ও
ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র একথা বলেন। আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘যত বেশি সংখ্যক সদস্য সংগ্রহ করা যাবে, দল তত শক্তিশালী হবে। প্রতিটি ইউনিটে কমপক্ষে ১০০ জন সদস্য থাকতে হবে। তবে সদস্য সংগ্রহ করতে গিয়ে কোনভাবেই দলের নীতি আদর্শের পরিপন্থী, মাদকসেবী, ভূমিদস্যু কিংবা সমাজের বিতর্কিত কোন ব্যক্তিকে দলের সদস্য হিসেবে অর্ন্তর্ভূক্ত করা যাবে না।’

সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন। তাই যারা এ সংগঠনের সদস্য হবে তাদেরকে দলের নীতি আদর্শের প্রতি অনুগত হতে হবে। কোনভাবেই দলের নীতি আদর্শ বহির্ভূত কাউকে দলের সদস্য করা যাবে না।

এডি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!