সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা মামলার তদন্ত আবারও পেছালো

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার মামলায় ৬৪ তম ধার্য তারিখেও আদালতে প্রতিবেদন দাখিল করেনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ৩১ মার্চ রবিবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আগামী ১২ মে তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি এই হত্যা কান্ডের পর প্রায় ৭ বছরে (সি এম এম) আদালত ৬৪ তম তারিখ ধার্য করেন। ডিবি তদন্তের পর এক পর্যায়ে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তের ভার র‌্যাবকে দেওয়া হলেও এখনও পর্যন্ত মামলাটির কোন কুল কিনারা পাওয়া যায়নি।

অন্যদিকে মামলাতে নিহত রুনির কথিত বন্ধু তানভীর রহমান,বাড়ির নিরাপত্তা প্রহরী এনাম আহমেদ ওরফে হুমায়ন কবির,রফিকুল ইসলাম,বকুল মিয়া,মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু,কামরুল হাসান অরুন,পলাশ রুদ্র পাল,ও আবু সাঈদ গ্রেপ্তার হন। জামিনে রয়েছেন তানভির ও পলাশ রুদ্র পাল।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজাবাজারের ভাড়া বাসায় খুন হয় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। লাশ উদ্ধার হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের কথা জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!