মহাকাশে বাংলাদেশের পতাকা উড়ছে: প্রধানমন্ত্রী

মহাকাশে বাংলাদেশের পতাকা উড়ছে: প্রধানমন্ত্রী 1প্রতিদিন ডেস্ক : বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ মহাকাশের এলিট ক্লাবে প্রবেশ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ স্যাটেলাইট উৎক্ষেপণ আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার পূরণেরই অংশ। বুধবার সকালে ১০ম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমুদ্রসীমা এবং স্থল-সীমা বিজয়ের পর মহাকাশে স্যাটেলাইট পাঠানো ছিল দেশের জন্য এক দীর্ঘ যাত্রা।

শেখ হাসিনা বলেন, নিজস্ব স্যাটেলাইটগুলোর মালিক দেশের মধ্যে বাংলাদেশ ৫৭তম। রাশিয়া আমেরিকা ভারত চীন জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশের নিজস্ব স্যাটেলাইট রয়েছে। সম্প্রতি ভারত সফরে গেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের অভিনন্দন জানিয়েছেন।

‘স্থল ও জলসীমা জয়ের পর মহাকাশ জয় ছিল বাংলাদেশের জন্যে দীর্ঘ-যাত্রা। ২০১২ সালে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করা হয়। স্বপ্নের স্যাটেলাইট নির্মাণ ও এর উৎক্ষেপণে আমি গর্বিত। মহাকাশে আজ বাংলাদেশের পতাকা উড়ছে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!