রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএসআরএমকে জরিমানা ভ্রাম্যমান আদালতের

নিজস্ব প্রতিবেদক ::: অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহারের জন্য এক লক্ষ টাকা জরিমানা দিতে হলো রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএসআরএমকে।

 

বৃহস্পতিবার সকালে নগরীর অক্সিজেন এলাকায়RSRM-Board-Meeting-on-10-November আরএসআরএম প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন  জেলা প্রতিষ্ঠানের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। অভিযানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্র

জেলা প্রতিষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে জানান, রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএসআরএম প্রতিমাসে ৪৩২৫৭০ ঘণ মিটার গ্যাসের অনুমোদন থাকলেও গত আড়াই বছর ধরে বিভিন্ন সময়ে ৫০% থেকে ১০০% এর ও অধিক গ্যাস ব্যবহার করে এসেছে।

তিনি বলেন, এ বিষয়ে  আরএসআরএম প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকেও আরো তৎপর হবার পরামর্ দিয়েছেন। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানকেও চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!