বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিকেল ৩টা ৪২ মিনিটে বাজেট প্রস্তাবনা উপস্থাপন শুরু করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে, 2016_06_02_15_46_16_SnN9yXlEYXC6vnpixRHeKGFabDfXuD_originalস্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী মুহিত।

 

উপস্থাপন শুরুর কিছুক্ষণ আগে জাতীয় সংসদ ভবনে আগামী সরকারের আয়-ব্যয়ের প্রস্তাবিত এ বাজেট প্রস্তাবনা অনুমোদন করে মন্ত্রিসভা।

 

এ বছরের বাজেটের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় এ বছরের বাজেটের আকার ৪৪ হাজার ৯০৫ কোটি টাকা বেশি।

 

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে এটি তৃতীয় বাজেট।  বিস্তারিত আসছে..

 

এ এস / জি এম এম / আর এস পি ::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!