বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে ৩ নং সতর্ক সংকেত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লঘুচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। এতে দেশের প্রধান সমুদ্র বন্দর ও উপকূলে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

images

 

বৃহস্পতিবার সকালে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাষ কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিযেছেন, বঙ্গোপসাগরে অবস্থিত লঘূচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এতে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরে অবস্থানরত সব দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলে ও মাঝিমাল্লাদের উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।

 

এদিকে লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের অনেক এলাকায় ভারী বর্ষণ হতে পারে, বৃহস্পতিবার দুপুর বারোটা পর্যন্ত গত ২৪ঘন্টায় চট্টগ্রামে ১০০.০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, উল্লেখ করেন তিনি।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!