ধর্ম প্রতিমন্ত্রীর ঘোষণা/ বৃহস্পতিবার নয়, বুধবারেই বাংলাদেশে ঈদ

অবশেষে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, ‘শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার (৫ জুন) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’

মঙ্গলবার (৪ জুন) রাত ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে পুনরায় ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে ধর্মপ্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ আবারও ব্রিফ করবেন জানিয়ে মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে দশটায় চাঁদ দেখা কমিটির সদস্য ও মোহাম্মদপুর জামিয়া আরাবিয়ার শিক্ষক মাওলানা মাহফুজুল হক বলেন, ‘কমিটির সদস্যরা চাঁদ দেখা নিয়ে পর্যালোচনা করছেন। কিছুক্ষণের মধ্যেই ধর্ম প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে আবারও ব্রিফ করবেন।’

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ জানিয়েছিলেন, ১৪৪০ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি দেশের কোনোখানেই। এ কারণে আগামী বৃহস্পতিবার (৬ জুন) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ।

এদিকে মঙ্গলবার (৪ জুন) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয় মুসলমানদের হিজরি বর্ষপঞ্জি। সূর্যোদয়ের মধ্য দিয়ে শুরু হয় দিনের গণনা। হিজরি বর্ষপঞ্জিতে চাঁদ দেখার ওপর নির্ভর করে একটি মাস ২৯ দিন বা ৩০ দিনের হয়ে থাকে। মাসের ২৯ দিনে চাঁদ দেখা গেলে মাসটি শেষ হয়ে যায়। এদিকে ২৯ দিনের দিন চাঁদ দেখা না গেলে সে মাসে ৩০ দিন পূর্ণ হবে। পৃথিবীজুড়ে মুসলমানরা হিজরি বর্ষপঞ্জি অনুসারে ধর্মীয় দিবস ও উৎসব উদযাপন করে।

হিজরি বর্ষপঞ্জি অনুসারে রমজান মাসের পর শাওয়াল মাস। রমজানে রোজা রাখেন মুসলমানরা, এ মাস শেষে শাওয়াল মাসের প্রথম দিনে ঈদের উৎসব উদযাপন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!