দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে চাই দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘জনগণকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। যারা জনগণের আমানত খেয়ানত করে, সেই খেয়ানতকারীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। ব্যাংকের অর্থ লোপাটকারীরা কেমন ক্ষমতাধর ব্যক্তি, আমরা তাদের মুখোশ উন্মোচন করতে চাই।’

CTG41464252994

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, ‘ব্যাংকের অর্থ লোপাটকারী যেই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। সবার মুখোশ উন্মোচন করবো।

দুদকের মহাপরিচালক ড. শামসুল আরেফিন বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি সমাজে গণজাগরণ সৃষ্টি করতে পারলে দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আবুল হোসাইন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য ফাতেমা জহুরুল ইসলাম, কুমিল্লা জেলা কমিটির সদস্য বদরুল হুদা, চকরিয়ার কমিটির মো. নোমান, কসবা উপজেলা কমিটির সহসভাপতি মো. সোলায়মান খান।

অনুষ্ঠানে ২০১৫ সালের কাজের স্বীকৃতি হিসেবে বাঁশখালী, কসবা, চকরিয়া উপজেলা ও কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে ‘শ্রেষ্ঠ’ পুরস্কার তুলে দেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

 

রিপোর্ট : রাজীব

 

এ এস/ জি এম এম /আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!